কয়দিন আগেই বন্ধুদের সাথে বসে আড্ডা দেয়ার মাঝে একটা টপিক চলে আসছিলো যে, আমাদের মিডিয়া বা শিক্ষা ব্যবস্থা সবকিছুর মান কতোটা ব্যাকডেটেড এবং এসব কিভাবে নারী নির্যাতনকে সমাজে স্থাপন করে। সমস্যাগুলো এতোই বড় যে কেউ আর আলাদা করে এদের সমস্যা বলেনা, এটাই নরমাল। আমাদের ঘরে বসে আলোচনা করা বা ব্লগে রচনা লিখায় কিছুই যায় আসেনা, তাও কয়েকটা কথা বলি আজকে। প্রথমেই বলবো, রেপ এর চেয়েও ভয়াবহ সমস্যা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। আমি গ্যারান্টি রেখে বলতে পারি, এই পোস্ট যারা পড়ছেন তাদের প্রত্যেকের পরিচিত এক বা একাধিক নারী আছেন যারা ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার। রেপগুলো আমাদের চোখে পড়ে, ভাইরাল হয়। কিন্তু লাখ লাখ নারী যে প্রতিটাদিন নিজের ঘরে লাঞ্ছনা পোহায়, সেটা আমাদের চোখে পড়েনা। কোন কোন ক্ষেত্রে ছেলের পরিবারের মানুষরাও যুক্ত হয় এই নির্যাতনে। কেন এটা এতো স্বাভাবিক ঘটনা আমাদের উপমহাদেশে? মেয়েদের প্রতি এতোটা অসম্মান কেন? আমাদের সমাজ বইতে পড়ানো হতো যে গ্রামের মানুষের বিনোদনের অভাব তাই সেখানে পরিবার প্রতি সন্তান বেশি… Continue Reading... "সেক্স এডুকেশনের প্রয়োজনীয়তা ও নারী অধিকার নিয়ে এলোমেলো কিছু চিন্তা"
Tag: domestic violence
Some Thoughts on the Necessity of Sex Education and Women’s Rights
A few days ago, during a casual conversation with friends, the topic of how outdated our media and education system is came up. We also discussed how these institutions perpetuate gender-based violence in our society. The issues are so pervasive that no one even bothers to point them out separately anymore—it has become normalized. While sitting around and talking or writing blogs might not bring about significant change, I feel compelled to share a few thoughts today. The Overlooked Epidemic: Domestic Violence First, let me state this unequivocally: domestic violence is an even graver problem than rape. I can guarantee that every single person reading this post knows at least one woman who has been a victim of domestic violence. Rapes make headlines; they go viral. But the countless women enduring abuse daily in their own homes remain invisible. In many cases, even the man’s family becomes complicit in the… Continue Reading... "Some Thoughts on the Necessity of Sex Education and Women’s Rights"